আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলার গান

আমি সান্তনা চাই না, সান্তনা দিতে চাই। আমি ভালবাসা চাই না ভালবাসতে চাই। ক্ষমা করলেই যেহেতু ক্ষমা পাওয়া যায় তাই মৃত্যুর মধ্য দিয়ে ফিরে পাই অনন্ত জীবন। সারাদিন হাটলেও পথের শেষ হয়না। কিছু হুট করেই ঘটে কিছু হয় সচেতন ভাবেই।

কিছু একটা ঘটলে আসমার জীবনও যে বদলে যেতে পারে আসমা কি তা জানে? মাঝে মাঝে কিছু পরিচিত জিনিসের স্বাদও এমনভাবে বদলে যায়! স্ন্যাক্স হিসেবে ডিমভাজি দিলে তাও মনে হয় অমৃত। হাসিনা পাগলীর এই ঘরেই মনে হয় সব সুখ জমা ছিল। জৌলুস নেই কিন্ত এতেই বা কম কি? কত আশা ছিল মনে। কত না পাওয়া হাসি কে ম্লান করেনি আজও। জীবনের প্রাণশক্তিটুকু যেন থাকে।

কচু পাতায় পানি আটকায় না। সবখান থেকেই আকাশ বিশাল মনে হয়না। যেখানে মনে হয় সেখানে গেলেই মনের বিশালতাও বাড়ে। সবকিছুরই একটা কার্যকারণ আছে। কেনরও কোন সংজ্ঞা আছে হয়তো।

কিন্ত সেটা ঠিক কি আমি হয়তো বলতে পারব না। আমরা কেউ কেউ প্রজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে? পিপড়ারও একসময় পাখা গজায়। ফরিঙের মগজ থাকে হাটুতে। আশ্বিন মাসেই নাকি কুকুরেরা বেশি রাত জাগে। যে শুয়োপোকা অনেকগুলো পা নিয়ে ধীরে ধীরে হাটে তাই একসময় প্রজাপতি হয়ে উড়ে যায় আকাশে।

চাঁদ তারার উকিঝুকি কল্পনার আকাশেই শুধু নয়। কিছু স্ব্প্ন ছুঁয়ে যাই, কিছু পাওয়া যাই এড়িয়ে, কিছু স্ব্প্ন দেখার আশায় ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।