কিছুদিন আগের কথা। আমার আব্বু আসছেন ঢাকায়। তাঁকে আনার জন্য গিয়েছি রেল স্টেশনে ফেরার পথে দেখলাম একজন মহিলা রাস্তার ডিভাইডার এর পাশে পরে আছে, মাথা টা একদম ছিটকে আছে। সে মৃত কারন আমাদের দেশের মানুষ এতটাই অসচেতন যে বাঁচা আর মরাতে কিছু আসে যায়না। কিন্তু ট্রাফিক আইন বলে তো কিছু ত থাকে, তবুও মানতে নারাজ আমাদের দেশের নাগরিক।
অশিক্ষতা নাহয় অন্ধকারে ফেলে দিলাম...কিন্তু শিক্ষিত সমাজ কে কি বলা উচিত? দাক্তার, সরকারি চাকুরে, পুলিশদের? ঢাকা-র উত্তরা মডেল টাউন এর দিকে একটু নজর দেই। প্রতিদিন হাজার-হাজার মানুষ পার হচ্ছে রাস্তা রোড ডিভাইডার এর উপর দিয়ে। যদিও ফুটওভার ব্রিজ রয়েছে অনেক।
সামান্ন সময় বাঁচানোর জন্য এই অপচেষ্টা অথবা এটাই প্রমান করা যে আমরা বাঙালি অলস জাতি। এটাই যদি না হবে তাহলে কেন? সরকার প্রতিবেদন দেয় টিভি চ্যানেল-এ।
কিন্তু কোন লাভ হয়েছে কি? আইন রক্ষাকারি রাই যেখানে আইন অমান্য করে চলছে প্রতিদিন। জাতির বিবেকের কাছে এই প্রশ্ন আমরা কি কন দিন বদলাব না?
"নিয়ম ভাঙ্গার নিয়ম না মেনে, নিয়ম মানার নিয়ম প্রতিস্টা করতে কি কখনো পারব না "?????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।