আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com আমার মতে বাংলাদেশে দুটি প্রদেশ করা হোক। ১) উত্তর প্রদেশ, যার রাজধানী বগুরা অন্যটি ২) দক্ষিন প্রদেশ যার রাজধানী গোপালগজ্ঞ্জ। দুটি প্রদেশ দুই দলকে চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে। সরকার গঠনের জন্য কোন নির্বাচন দরকার হবে না।
গনতান্ত্রিক পদ্ধতিতে জনগনের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে।
ঢাকা থাকবে বাংলাদেশের রাজধানী। ঢাকা জেলা থাকবে কেন্দ্র শাসিত। কেন্দ্রের হাতে থাকবে প্রতিরক্ষা, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ এর মত হাতে গোনা দু একটি মন্ত্রনালয়। বাকিটা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
প্রাদেশিক সরকারের প্রধান হবেন দুই দলের দুই প্রধান।
দুই দলে নেতা এবং সংসদ সদস্য নির্বাচিত হবে সামাজতান্ত্রিক পদ্ধতিতে। তবে দুই দলের পার্টি প্রধান হবে অবশ্যই শেখ এবং জিয়া পরিবারের সদস্য বংশানুক্রমে।
আর পাশাপাশি দেশে শরীয়া আইনও প্রচলন করতে হবে।
অর্থাৎ একমাত্র বাংলাদেশে একসাথে বিরাজ করবে গনতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং শরীয়া আইন।
আসুন সবাই একমত হয়ে দেশের রাজনৈতিক সমস্যা সমাধান করি।
একটি নতুন সংবিধান রচনা করি।
জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।