সংসার আমার ভাল লাগে না ...সংসার হইলো বিষের কলশি ,আমি হইলাম দিওয়ানা... লন্ডনে বসবাসকারী এক বাংলাদেশিকে হত্যার দায়ে অন্য দু বাংলাদেশিকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ব্রাইটনের কাছে সিফোর্ড এলাকায় লন্ডন প্রবাসী আহমেদ রিমন হায়দারকে (২৭) হত্যার পর তার বাসায় ডাকাতি করে মোহাম্মদ আনহার (৩৩) ও শাহাদাত মোল্লা সোহাগ (২১)। নিহত রিমন ছিলেন আনহারের দূর সম্পর্কের ভাই। গ্রেফতারের পর আনহার এ ঘটনায় নিজের সম্পৃক্ততা আদালতে স্বীকার করেন গত বছরের ২৯ এপ্রিল। এ বছরের ৯ জুন একই ঘটনায় দোষী সাব্যস্ত হয় সোহাগ।
লন্ডনের লুইস ক্রাউন কোর্ট গত বৃহস্পতিবার আনহারকে এবং পরদিন সোহাগকে একই সাজার আদেশ দেন। নিহত রিমন জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। সিফোর্ডের সাটন পার্ক রোডে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। বাড়ির নিচ তলায় তাদের মুন অব ইন্ডিয়া নামে একটি রেস্তরাঁ রয়েছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় রেস্তরাঁটি চালাচ্ছিলেন রিমন।
শুনানির সময় আনহার ও সোহাগ কীভাবে চুরি করতে গিয়ে রিমনকে বাড়িতে পেয়ে নৃশংসভাবে হত্যা করে তার বর্ণনা দেয়। গোয়েন্দা কর্মকর্তা অ্যাডাম হিউবার্ট সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে অবস্থা পেয়েছিলো তা ছিলো সত্যিই ভয়াবহ। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুরো বাংলাদেশি কমিউনিটির সহায়তা পাওয়ার কথাও স্বীকার করেন তিনি। বিচারক স্কট গ্যাল জানান, শুনানিতে আনহার অনুশোচনা প্রকাশ করলেও সোহাগের মনোভাবের কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং এ তরুণ বলেছে, পূর্বপরিকল্পিত চুরির সময় তাদের দু’জনের হাতেই অস্ত্র ছিলো এবং কোনো দ্বিধা ছাড়াই তারা তা ব্যবহার করেছিলো।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রিমনের পরিবার। রিমনের ভাই রাহুল বলেন, রায় ঘোষণার পর তা কার্যকর হওয়ায় আমরা খুশি এবং ন্যায়বিচার হয়েছে বলে আমরা মনে করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।