আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীতে ফিরছেন মাসুদ উদ্দিন চৌধুরী

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে আনার আদেশ হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, 'রাষ্ট্রদূত নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ' ২০০৭ সালের ১১ জানুয়ারিতে নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন। ওইদিন জরুরি অবস্থা ঘোষণা এবং ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে তার বড় ধরনের ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। ওই বছরই আরো দুই সেনা কর্মকর্তার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান মাসুদ।

সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার জন্য গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন আলোচিত এই সেনা কর্মকর্তা। তবে ২০০৮ এর জুনে অল্প সময়ের ব্যবধানে দুই দফা বদলি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা মাসুদকে। প্রথমে তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়। এরপর কূটনীতিক দায়িত্ব দিয়ে পাঠানো হয় বিদেশে। দুদকের মহাপরিচালক বদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) পদে প্রেষণে নিয়োজিত কর্নেল হানিফ ইকবালকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করে আদেশ জারি করে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকীকে তার আগের কর্মস্থল সেনা বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেলে তার স্থলাভিষিক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুছ সবুর। এ কারণে আব্দুছ সবুরের চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে চুক্তিতে নিয়োজিত শাহানা বেগমের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

এ সিদ্ধান্ত ১৪ জুন অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। ২০১০ সালের ১০ জুন তিনি ওই পদে এক বছরের জন্য নিয়োগ পান। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. সিরাজুল ইসলাম মোল্লাকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগ আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে। ওইদিন তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

চুক্তির জন্য তার পিআরএল বাতিল করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.