আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা আষাঢ় হোক ভালবাসা দিবস

এতকিছু ... ওই সিনেমার জন্যই... ভালোবাসা সবসময়ের জন্য সবার হৃদয়ে থাক। একটি বিশেষ দিনে যদি আরেকটু বিশেষ মর্যাদা পায়। সেটা হোক বাড়তি পাওয়া। সবাই একসাথে উদযাপন করা গেলো। বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস পালন করা হচ্ছে।

নিশ্চয়ই আমাদের সবার জানা থাকবে যে পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতি আলাদা। এমনকি ওরা ভালোবাসা বলতে যা বোঝে আমাদের বোধ তার থেকে আলাদা। অনেক শুভ্র সুন্দর ও পবিত্র একটি অনুভুতি। সুতরাং আমরা কেন ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস পালন করবো? আমাদের কী নিজস্বতা বলে কিছূ নেই?! অবশ্যই আছে। বর্ষার প্রথম দিনটিই হতে পারে ভালোবাসা দিবস।

সহস্রাধিক কবি তাদের কবিতার মাধ্যমে দেখিয়েছেন বর্ষার সাথে প্রেমের রোমান্টিসিজম। বর্ষায় ফোটা কদম টিই একটা প্রেমের প্রতীক। আষাড় নিয়ে যদি অনীহা থাকে, ঠিক আছে ফালগুনকে যদি বেশী উপযুক্ত মনে হয়। তবে পহেলা ফালগুন হতে পারে ভালোবাসা দিবস। প্রয়োজনে দুই দিনই হতে পারে ভালোবাসা দিবস।

তাতে করে নিজেদের নিজস্বতা আরো বেশী করে প্রকাশ। অমুক জাতি দুই দিন ভালোবাসা দিবস পালন করে। আসুন নিজেদের সংস্কৃতির শেকড়কে আরেকটু পরিস্কার করি। আর পহেলা আষাঢ় কে বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দিবস হিসেবে পালন করি। এইবার কদমের শুভেচ্ছা নিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।