প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে পটুয়াখালী-৩ আসনের সাংসদ সদস্য গোলাম মাওলা রনিকে। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংবাদিক নির্যাতন করায় প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে গেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের শেষ সময়ে আর তারা কোনো ঝুঁকি নিতে চায় না। কারণ তিনি (রনি) সরকারের সাংসদ থাকা অবস্থায় দলের লাগামহীন সমালোচনা করেন।
এতে শুরু থেকেই তাঁর সম্পর্কে নেতিবাচক মনোভাব ছিল প্রধানমন্ত্রীর। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাম মাওলার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাঁর (রনি) গ্রেপ্তার হওয়া জাতির জন্য সুখবর। আওয়ামী লীগের আমলে অপরাধ করে কেউ যে পার পায় না, এটা তার প্রমাণ। ’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।
অপরাধী যে দলের হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ’
বর্তমান সরকারের আমলে এই প্রথম ক্ষমতাসীন দলের সাংসদ গ্রেপ্তার হলেন। গত শনিবার মেহেরবা প্লাজার কাছাকাছি স্থান থেকে গোপন ক্যামেরায় তারা অফিসের কার্যক্রম ধারণ করতে যায়। কিন্তু তা না পারায় ওই দলটি অফিসের কাছে গেলে রনির সন্ত্রাসী বাহিনীর কর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় রনি নিজেও সাংবাদিকদের মারধর করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।