আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের লেখা তথ্য না দিয়ে কপি/পেস্ট করা 'লেখাচোর' রেজা ঘটকের পোস্ট টি স্টিকি থেকে নামানো হোক । মহীয়ষী নারী রমা চৌধুরীকে নিয়ে 'নোটিশবোর্ড' থেকে পোস্ট দেয়া হোক ।

পূর্ণিমার চাঁদ যেন লোলায়িত রুটি ! ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২.৩৯ মিনিটে সামহোয়্যারইন ব্লগের প্রথম পাতায় একটি পোস্ট এলো যার শিরোনাম, মুক্তিযুদ্ধ আমার কাঁধে ঝোলা দিয়েছে। আমার খালি পা, দু:সহ একাকীত্ব মুক্তিযুদ্ধেরই অবদান। আমার ভিতর অনেক জ্বালা, অনেক দু:খ। আমি মুখে বলতে না পারি, কালি দিয়ে লিখে যাব। আমি নিজেই একাত্তরের জননী।

ব্লগার লুব্ধক০১ এর লেখা চমৎকার এই আর্টিকেলটি বেশিরভাগ পাঠকের চোখ এড়িয়ে যায়, ভালোলাগা-০৩ মন্তব্য-০২, ১২২ বার পঠিত । অত্যন্ত সুন্দর ভাবে লিখিত এই আর্টিকেলটি পড়লে যেকেউ চমকে যাবে । একাত্তরের বীরঙ্গানা, মুক্তিযোদ্ধে সন্তান ঘর-বাড়ি সর্বস্ব হারানো এক জীবন সংগ্রামী নারীর বেঁচে থাকার চিত্র সুনিপুনভাবে ধাপে ধাপে তুলে নিয়ে এসেছেন প্রতিবেদক । ব্লগার লুব্ধক০১ পোস্টের শেষে খুব সুন্দর ভাবে লেখাটির তথ্য যুক্ত করেছেন । লেখাটি গত ডিসেম্বারে বাংলা নিউজে প্রকাশিত হয় ।

সেই একই পোস্ট একই দিন অর্থাৎ ১৭ জুলাই সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে সামহোয়্যারইনের প্রথম পাতায় আসে এই শিরোনামে, মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরীর জন্য কিছু একটা করুন । । রেজা ঘটক বাংলানিউজের প্রতিবেদনটি মোটামোটি অবিকৃত রেখে রেজা ঘটক প্রধানমন্ত্রী বরাবর রমা চৌধুরীর জন্য কিছু করার জন্য আবেদন জানিয়েছেন । কিন্তু তিনি কোথাও লেখাটির মুল সূত্র উল্লেখ করেন নি । একজন বীরঙ্গানা, একাত্তরে সর্বস্ব হারানো এক জীবনসংগ্রামী নারীকে নিয়ে চমৎকার পোস্ট সামহোয়্যারইনে প্র্থমে নির্বাচিত পাতা এবং সর্বশেষ বেশ কিছুদিন যাবত স্টিকি পোস্ট হিসাবে দৃষ্টি আকর্ষনী হয়ে থাকছে ।

খুব স্বাভাবিক ভাবেই পোস্ট পাঠকের ব্যাপক সহানুভুতি অর্জন করে, এবং রেজা ঘটক পোস্টের লেখক হিসাবেই মম্তব্যের উত্তর দিয়ে যাচ্ছেন । অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেয়া কাউকে কোন লেখক সমাজ বা ব্লগিং প্লাটফর্মের প্রমোট করা নিতান্টই অনুচিত । এটা স্রেফ চৌর্যবৃত্তি । আর রেজা ঘটক নিজেকে যেখানে একজন গবেষক বলে দাবী করেন, সেখানে প্ল্যাগিয়ারিজম বা লেখাচুরি কতটা নিকৃষ্ট কাজ তা উনি ভালো করেই জানেন । তবু নিতান্ত কিছু হিটের আশায় তিনি এই চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়েছেন ।

রেজা ঘটক ব্লগে 'স্টিকিখোর' লেখক হিসাবে আগে থেকেই খ্যাত । সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কলম চালান, মডারেটরদের নজর পাওয়ার জন্য । এবং অনেকবারই তার পোস্ট স্টিকি হয়েছে, যেমন- অমুকের জন্মদিন বা তমুক দিবসের গুরুত্ব । রেজা ঘটক নিজে প্রচুর পোস্ট দিলেও অন্য কারো পোস্ট পরেন না বা কমেন্ট করেন না । এই জুলাই মাসে তিনি একটা মাত্র কমেন্ট করেছেন অন্যের পোস্টে ।

রমা চৌধুরীকে নিয়ে কোন বিতর্ক নয় । আমরা জাতি হিসাবে লজ্জিত । এই রমা চৌধুরীদের আত্মত্যাগে আমরা আমাদের প্রিয় স্বদেশ আর স্বাধিনতা পেয়েছি । এখন রাস্ট্রের দায়িত্ব এই মহি্যষী নারীর দায়িত্ব কাঁধে নেয়ার । এত কথার সারমর্ম হলো এটাই, লেখা চোর রেজা ঘটকের পোস্ট টি অবিলম্বে স্টিকি থেকে নামানো হোক ।

প্রয়োজনে রমা চৌধুরীর জন্য 'নোটিশবোর্ড' থেকে পোস্ট দেয়া হোক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।