ডিজনি রিসার্চের গবেষকরা এমন প্রোগ্রাম তৈরি করেছেন, যা নির্দিষ্ট শিল্পীর ছবি আঁকার ধরন অনুকরণ করতে পারে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাতজন শিল্পীকে নিয়ে এই গবেষণা করা হয়েছে।
গবেষণায় প্রত্যেক শিল্পী ফটো দেখে খসড়া ছবি আঁকেন। তাদের ছবিতে কলমের আঁচড় ছিল প্রায় আট হাজার বার। এমনকি সংগ্রহ করা তথ্যের মধ্যে একজন শিল্পী দুই চোখের মধ্যে কতটুকু দূরত্ব রাখেন, সেটাও ছিল। এমনভাবে প্রোগ্রামটি বানানো হয়েছে যেন, ছবি আঁকার সময় শিল্পীরা যেভাবে আঁকতেন, প্রোগ্রামটি ঠিক তাই অনুকরণ করে।
ডিজনির ডিজিটাল আর্টিস্ট মোশে মালের বলেন, “আমরা ছবি আঁকার শৈল্পিক দিকটাই ধরতে চেয়েছি।”
“কম্পিউটার গ্রাফিক্স ফটোগ্রাফের হুবহু না হয়ে সেটা শৈল্পিক ধাঁচেরও তো হতে পারে,” এমনটাই বলেন ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিজিটাল আর্টের প্রভাষক এবং কম্পিউটার আর্টস সোসাইটির প্রধান ড. নিক ল্যামবার্ট।
গবেষকরা জানান, এই প্রোগ্রাম আরও উন্নত করা গেলে ভবিষ্যতে হয়তো অ্যানিমেশনেও ব্যবহার করা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।