যে কটি তুলির টানে তুমি প্যাস্টেল ছুঁয়ে ছিলে
তাই দেখো বিমূর্ত-
জলরং কিংবা এক্রিলিকে তুমি আমার আমিকে যদি আঁকো
তবে কি ঠিক ঠিক আমাকেই বোঝা যাবে?
আমার ভেতরে যে ক্রোধ যে ঈর্ষা যে প্রতিশোধপরায়ণতা
যুগপৎ আলো ও অন্ধকারের খেলা
তোমার তুলির ভাষায় ঠিক ঠিক বাঙ্ময় হবে?
শূন্যতার অদ্ভূত আদলে ভরে আছে যে হৃদয়
সে হৃদয় উঠে আসবে তোমার তুলিতে?
যে দগ্ধতা যে আঁচ এসে ঝলসে দিয়েছিল আমার বোধ ও বিস্ময়
যে করুণ আর্তনাদ আমাকে বিদ্ধ করেছিল
বিপন্ন আমার বুক থেকে বেরিয়ে এসেছিল একটি দীর্ঘ দীর্ঘশ্বাস
তা কি তুমি তুলে আনতে পারবে তোমার যে কোনো মাধ্যমে।
আমার হাত ফসকে বেরিয়ে গেছে অধিকারবোধ
বিধ্বস্ত যুদ্ধের শেষে একমাত্র সম্ভল যে স্বপ্ন
সেই স্বপ্নটুকু তুমি একবারও ফিরিয়ে আনতে পারো তোমার তুলিতে!
আমার ভেতরে একটি স্বাপ্নিক ঘোড়া দৌড়য় অবিরাম
তার হ্রেষাধ্বনিতে আমার রক্তে যে প্রবাহ নামে
সেই প্রবাহ একটিবারের জন্য নামুক
আমার স্ব্প্ন কি বোধে- জলরঙে অথবা এক্রিলিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।