সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ.... প্রত্যহে নিদ্রা ভঙ্গ হইলো মুঠো দূরালাপনী যন্ত্রের কর্কশ আওয়াজে..... চক্ষু মেলিয়া দেখিলাম..... জানালার ঐ পারে বায়ু প্রবাহিত হইতেছে না.... বৃষ্টি পড়িতেছে.... প্রশান্তিতে মন ভরিয়া উঠিল... চিত্ত চঞ্চল হইয়া উঠিল... আহা... কী আকাঙ্খিত.. অনাকাঙ্খিত বৃষ্টি... পর মুহুর্তেই মেজাজ সপ্তমে চড়িলো.... এইরুপ জলধারা মাথায় লইয়া কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হইতে হইবে... মাথার উপরে থাকা একমাত্র ছাতাখানি গেল বরষায় হারাইয়া ফেলিয়াছি... মনে পড়িতেই দুঃখিত হইয়া দুঃখিত হইতে ভুলিয়া গেলাম... কী আর করিব... দুঃখ ভারাক্রান্ত মন লইয়াই কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হইলাম... নানা বিপত্তি অতিক্রম করিয়া কার্যালয়ে পৌঁছাইবার পর বুঝিতে পারিলাম কিছুটা হইলেও বৃথা হইয়াছে..... দীর্ঘদিন পর এই ব্লগে লিখিলাম... কোন বাহবা পাইবার উদ্দেশ্যে নহে... কোন কাজ পাইতেছি না... তাই লিখিলাম... কাহারো ভালো না লাগিলে ইহার দায়িত্ব আমি লইতে পারিব না..... বিঃ দ্রঃ যখন নিয়মিত লিখিতাম ঐ সময়কার কাহাকেও না দেখিতে পাইয়া বড় আফসোস হইতেছে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।