জাপানে দুই বছরের মধ্যে মে মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আত্মহত্যা করেছে। চলতি বছরের মে মাসে দেশটিতে আত্মহননের পথ বেছে নিয়েছে ৩ হাজার ২শ’ ৮১ জন মানুষ যা গত বছরের একই মাসের তুলনায় ২০ শতাংশ বেশি।
দেশটির পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন এ খবর জানায়।
গত বছর জাপানের সরকার দেশব্যাপী আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা শুরু করে। এর কারণে কিছুটা সুফল পাওয়া গেলেও সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে জাতীয় দুর্যোগ মোকাবিলা করছে জাপান।
আর এরই জের ধরে গত দুই মাসে আত্মহত্যার হার বেড়েছে বলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী মে মাসে জাপানের সবচেয়ে জনবহুল শহর টোকিওতে ৩২৫ জন আত্মহত্যা করেছে যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। পরমাণু কেন্দ্র বিস্ফোরণে সমস্যায় জর্জরিত ফুকুশিমায় চলতি বছরের মে মাসে গত বছরের একই মাসের তুলনায় ১৯ জন বেশি মানুষ আত্মহত্যা করেছে। সুনামি বিধ্বস্ত মিয়াগিতে আত্মহত্যার পরিসংখ্যানে কোনো পরিবর্তন ঘটেনি।
ফুকুশিমা ও মিয়াগিতে গত বছর আত্মহত্যার হার টোকিওর তুলনায় অনেক বেশি ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে জাপানে আত্মহত্যার হার অনেক বেশি।
বেকারত্ব ও সামাজিক নানাবিধ চাপের কারণে জাপানে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে বলে মনে করা হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।