আমাদের কথা খুঁজে নিন

   

ফতোয়া সঙ্কট।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। আমাদের দেশে সাধারনত নারী-পুরুষ সংক্রান্ত ব্যপারে তথা যৌনতা বিষয়ক ফতোয়া প্রদান যতোটা বেশী হয়ে থাকে ; ততোটা কিন্তু ধর্মীয় ব্যপারে হয়না। আমি বা আমরা এহেন একটা মহা-সমস্যায় নিপতিত। সঠিক ফতোয়া কাম্য। এক ব্যক্তি মহা ধুমধামের সাথে একই সময়ে দুইজন মেয়ের বিবাহ দেন।

বিবাহত্তোর অনুষ্ঠানে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং জ্ঞানী-গুণী ( আলেম ওলামা) নিমন্ত্রিত হয়েছিলেন। সকলেই আরাম করে সুস্বাদু খাবার খাচ্ছেন। খাওয়া-দাওয়া প্রায় শেষ পর্যায়ে। এমন সময় বিবাহ প্রদান কৃত কন্যাদ্বযের পিতা উদ্ভ্রান্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে এলেন। এবং কাঁদ কাঁদ উচ্চস্বরে বলতে লাগলেন, ''গজব হয়ে গেছে।

আমার সবকিছু শেষ হয়ে গেছে। '' উপস্থিত লোকেরা ব্যাপারটি কি জানতে চাইলে কন্যাদ্বয়ের পিতা বলরেন, '' মেয়েদের ভুলে মিলন রাতে নূতন স্বামী-স্ত্রী উলট পালট হয়ে গিয়েছে। আমার যে মেয়ে যে যুবকের সাথে রাত্রি যাপন করেছে, সে তার স্বামী ছিলো না। এখন উপায় কি? অতি দ্রুত সঠিক ইসলামী আইনে ফতোয়া চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.