গ্রামীনফোনের এড "ব্যাপারনা আমরা আমরাইতো" দামী সম্পর্ক !!!! বেশ হিট বিজ্ঞাপণ। !!!!
এখানে বলা হচ্ছে রাতের কলরেট দিনেও দেয়া হচ্ছে...
যদিও তারা রাতে কলরেট দেয় সেইভ..% এর উপর, কোন ফিক্স রেট নাই !!!
কিন্তু বিজ্ঞাপনে সুন্দরভাবে বুযিয়ে দেয়া হচ্ছে সোয়া চার পয়সা প্রতি দশ সেকেন্ড এ চার্য করা হয়। বিজ্ঞাপন দেখে কি নিচের বিষয় গুলো বুযার উপায় থাকে যা বিজ্ঞাপনে লুকিয়ে রাখা হয়েছে????
তারা এটা বলে না যে
১. এটা মুলত কলরেট না, বান্ডেল মিনিট !!
২. ওই নাম্বারে ডায়াল করার সাথে সাথে ১১.৫০ টাকা কেটে নিয়ে যাবে।
৩. মাত্র ৪০ মিনিটের বান্ডেল !!!
৪. সারা দিন না বরং বিকাল ৪টা পর্যন্ত কার্যকর থাকবে !!!
৫. একদিনে দুইবার এর বেশী কেনা যাবে না !!!
এতবড় একটা কোম্পানীর কাছ থেকে এমন প্রতারণা আমি কেন কেউ ই আশা করবে না।
আপনারা কিভাবে বান্ডেল কে কলরেট বলে চালাচ্ছেন?
সাধারণ মানুষ, বিশেষ করে যে কেউ দেখলে এই প্রতারণা ধরতে পারবে না !!!
অনেক আগেই লিখতে চেয়েছিলাম, মেজাজ খারাপে লিখতে পারি নাই, এছাড়া এই কোম্পানীর প্রতি একটা বিশ্বাসও ছিল, কিন্তু আজ লিখলাম, লিখতে হলো
কারণ দেখলাম বাংলালিংকও এই প্রতারণা শুরু করে দিয়েছে, যদিও গ্রামীন এর মত নাটক তারা সাজায়নি।
মুলত বান্ডেল এর এই আইডিয়া বাংলাদেশে প্রথম দেয় এয়ারটেল।
১০ টাকায় ৪০ মিনিট ৪০ sms
25 এ ১০০ মিনিট ১০০ sms
50 Taka 200 min 200 sms
100 tk 400 min 400 sms
300 tk 1200min 1200 sms
এভাবেই প্রথমে শুরু করে , যদিও এই অফার এয়ারটেলে এখনো কার্যকর আছে মিনিট ও এসএমএস কমিয়ে দিয়েছে তারা।
প্রথমবারের মত সেবা দিয়েও এয়ারটেল যে নাটক করেনি তা ২ বছর পর গ্রামীনফোন দিয়ে কেন এমন প্রতারণা করছে বুযতে পারছি না।
আশা রাখছি তারা শুধরে নেবে, নাহয় আমরা সতর্ক হবো।
বহুত কাহীনি আছে সময় পেলে মেজাজ ঠান্ডা হলে আবার লিখব।
সতর্ক হয়ে সকলকে ভাল থাকার প্রত্যাশায়.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।