প্রথম দিকে যখন ব্লগিং করতাম, তখন আসলে সেভাবে ব্লগিং করা হতো না। কারন তখন নেট লাইন এতটা সহজলভ্য হয়ে ওঠেনি। সাইবার ক্যাফেতে বসে ব্লগিং করতাম। এরপর থেকে এমন একটা নেশায় পড়ে গেলাম, একদিন ব্লগে না এলে, এক এই কমিউনিটির সাথে যোগাযোগ না হলে দিনটা যেন অসম্পূর্ণ থেকে যেত। এভাবেই কাটছিল দিন।
মাঝে আবার বেশ কিচুদিন অনিয়মিত হয়ে পড়লাম কর্মব্যস্ততার কারনে।
আর এভাবেই কখন যে ব্লগ জীবনের তিনটি বছর কেটে গেলো বলে বোঝাতে পারব না। তিন বছরে পেয়েছি অনেক, ব্লগার বন্ধুদের ভালোবাসা, পজিটিভ সমালোচনা, বিভিন্ন কাজে উৎসাহ আর জ্ঞান ও বিনোদন তো রয়েছেই।
এর পাশাপাশি আমার পরিচিত সার্কেলের অনেকেই আমার দেখাদেখি সামু'র ব্লগার হয়েছে, যারা আজ সারা দেশ শুধু না পৃথীবির বিভিন্ন শহরে বসবাস করছে জীবন ও জীবিকার তাগিদে। প্রতিদিন তাদের দেখতে পাচ্ছিনা ঠিক তবে প্রতিদিন তাদের সাথে যোগাযোগ হচ্ছে, হচ্ছে ভাব বিনিময়।
এভাবে সামু জীবনটাকে করেছে সামুময়।
আমার ব্লগ জীবনের ছোট্ট পরিসংখ্যানঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।