এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
আজকের দিনটা খুব সংক্ষিপ্ত মনে হলো। কারণ, সকালে নামাজ পড়ার পর থেকে বিভিন্ন ফরমালিটিজ সম্পন্ন করতে গিয়ে নিজের জন্য সামান্য ফুরসত পাওয়া ছিল কঠিন ব্যাপার।
তাই এ লেখাটাও হলো খুব সংক্ষিপ্ত।
শুধু মনে পড়ে, কোনো এক বাসার পার্টিতে যাবার জন্য খুব তাড়াহুড়ো করছি। ছেলেমেয়েরা কে কী পোশাক পরলো তা পরখ করছি... অমনি বউ সামনে এসে দাঁড়ায়। তার দিকে এক পলক চাইতেই চোখ আটকে গেলো- সে যেন একটা সাক্ষাৎ পরী।
বললাম, এটা তো তোমার গত ঈদের শাড়ি!
হ্যাঁ, এটাই আমাকে মানায় ভারী! বউ বলে।
তারপর সপরিবারে পার্টিতে গেলাম, ইচ্ছে করে দূরে দূরে থাকলাম, আর চুরি করে বউকে দেখতে লাগলাম... ২০-২২ বছর আগে আমার নতুন বউকে যেভাবে দেখতাম।
ঈদ চলছে। সপরিবারে।
তবে, এটা ৩ বছর আগের ছবি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।