পথিক তুমি বরই ক্লান্ত............... একটু জিরিয়ে নাও। । ২৫-০৭-২০১৩
রাত ১২ বেজে ৪০ মিনিট। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। যাকে বলে পুরা কুত্তা বিলাই বৃষ্টি।
অনেকক্ষণ ভিজলাম। ছাদের মাঝখানে দারিয়ে ছিলাম, পুরা স্ট্যাচুর হয়ে। দুই বছর পর বৃষ্টিতে ভিজলাম। না দু' বছর থেকে কিছু বেশী হবে। কাল একটা পরীক্ষা আছে, জানি নিশ্চিত জ্বর আসবে তবুও ভিজলাম।
আসলে দরকার ছিল। সব প্রমিস রাখতে নাই। কিছু ভাঙ্গা উচিত। অতীতকে দূরে থেলে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। প্রতিবার বৃষ্টি দেখে আফসোস করার চেয়ে একবার মন মত ভিজে জ্বরে ভোগা কম কষ্টের।
বৃষ্টির পানি আমার সহ্য হয় না। কথা দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজবো না, আছরের পর হলে ত অবশ্যই ভিজবো না। আর আজ রাত ১২ টার পর ভিজলাম। কথা দিয়ে কথা রাখলাম না। খারাপ লাগা উচিত, কিন্তু আমার খারাপ লাগছে না, উল্টো অবাক হচ্ছি খারাপ লাগছে না কেন! আগে তো অনেক খারাপ লাগত।
ভালই, অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে আরও এক পা অগ্রসর হলাম। হয়ত আর কয়েকটা দিন, মাস কিম্বা বছর দেরি হবে, তবে আমি সফল হব। অবশ্যই হব, আমি জানি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।