ভূমধ্যসাগরের তীর থেকে ভেসে আসে জলপাই বনের সবুজ ঘ্রান। আপেল নাসপাতির গন্ধ ম্লান করে ঢুকে পরে আমার বুকের গহীনে। আমি র্নাসিসাসের মতো, কেনো নিজের মধ্যে বিভোর থাকতে পারিনা। সাগরের উর্মিমালা,সুতীব্র সাদা ফেন প্রবাল দ্বীপ ছুটিয়ে নিয়ে যায় বেলাভূমির তীরে তীরে। গ্রান্ড ক্যাণিয়নের গভীর লাল গীরিখাদ আনন্দ শংকরের সুরে সুরে ভাঙ্গে ত্রিভঙ্গ মূর্তি উদয় শংকর নেচে যায় ছন্দে ছন্দে উন্মত্ত র্গান্ধাবী। জেগে উঠি যেনো কাহারবা, পিলু, ইমন, ভৈরবী,কানাড়ার সুরে। সর্প্তষীর সপ্ত বর্ণিল ছটা আলোকমালায় জড়িয়ে যায়। আস্তাবলে ঘোড়ার হ্রেসা,সরাইখানার ঝলসানো মাংস খেজুরর বিথীর মর্মরে খৈয়াম, গালীবের সুর বাজে বুকে। বিভোরতার এক স্বপ্নময় ভুবনে আমার ভালোবাসা, হাহাকার এক হয়ে জেগে উঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।