http://profiles.google.com/mshahriar
মন পাখিটা আজকে দেখো ঐ উড়ে যায়
অসীমে হারায় সে যে শূন্যে হারায়৷
কত দিন যে গেছে চলে এই নিরালায়
একা একা বসে আমার ছোট্ট ঠিকানায়৷
তোমার হাতটা ধরবে বলে ডেকেছিল কাছে
তুমি নিলে না সে হাত, কেউ কিছু বলে পাছে৷
আজকে তার ছুটি তাই মেঘের সীমানায়
একা একা হারায় সে যে দূর নীলিমায়৷
মেঘের ডানায় ভর করে যায় ভেসে ভেসে
ঘুরে ঘুরে বেড়ায় সে যে কত অচীন রঙিন দেশে৷
শেষ বিকেলের শেষ ছায়া যখন নামে হায়
মন পাখিটা তখন কেন আমারে কাঁদায়৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।