আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর



যাযাবর, এখান হতে ওখান যাওয়া আর আসা, দেখিলাম মানুষ , দেখিলাম পাখি, প্রকৃতি, মায়ায় ভরা এ ধরা । হাহাকার জেগে উঠে , তবু ছেড়ে যাই , আঁকড়ে ধরি তৃণলতা তবুও যেতে হয় । হায় জিবন , হায় বাস্তবতা, বন্ধু বান্ধব, স্বজন, কেউ ঝরে পড়ে, কেউ ঝুলে রয়। তুমি রও গহীনে হৃদয়ের, যেখানেই যাই যাযাবরের ঘোড়ার মত জিবন অন্বেষী । মোচরায় বুকের ভেতর , জানিনা কোথায় কেন, শূণ্য হয়ে যায় সব। আশ্চর্য , সব আছে কিছু নেই , বাতাসের মধ্যে সাতার কাটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।