আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর মন

গান শুধু গান !!!

অর্থহীন জগতটাকে মাঝে মাঝে বড় অদ্ভুত লাগে । অদ্ভুত লাগে স্বপ্ন, সময় আর এই যাযাবর মনকে । যে মন জীবন কবিতার মাঝে খুজে পায় সীমাহীন আনন্দ, সে মনই অস্থীরতার আবর্তে ঘুরপাক খেতে খেতে বলে ধুর!! অর্থহীন জীবন । স্থিরতা আনতে গান শুনি ফুল ভলিউমে । ভেঙ্গে চৌচির করে ফেলতে ইচ্ছা করে সব তাই হয়ত নিজের কানকে কিংবা মনকে কষ্ট দিতে যেয়ে আনন্দ দিয়ে ফেলা ।

হয়ত এটাকে বলে অসুস্থ আনন্দ । গান নাকি মেডিটেশন, স্থিরতার সবচেয়ে ভাল ঔষধ ?? আমি জানি না জানার চেষ্টাও করিনা । মন যেটা বলে সেটা করার চেষ্টা করি বা বিপ্লবী হয়ে উঠি যদিও জানি সেটা ব্যর্থ হবে তবুও চেষ্টা । তাই গান শুনি তীব্র সুখে সুউচ্চ শব্দে । আর যখন নিরবতা কাম্য তখন হয়ত এতটাই মৌনতা এসে ভর করে যা সহ্য কঠিন হয়ে পড়ে ।

তবে উপভোগ করি দুটোই । শুধু পারিনা উপভোগ করতে জীবনকে, কারন কয়েক মিনিটের উপভোগ্যতা শেষে সেই হাহাকারে ঘেরা জীবনে আবর্তিত হওয়া । কবিতা তুমি স্বপ্নচারীনি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।