আমাদের কথা খুঁজে নিন

   

পারবো কি না জানি না.........

বাবার ইচ্ছা ছিল উনি আমাকে সি.এ পড়াবেন। কিন্তু অনেক দুর্বোধ্যতার কারনে আমি বলি যে সি.এ পরব না। বাবা সেটা মেনে নেন । পরে যখন কোন মতে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হই তখন উনি বলেছিলেন ইকোনোমিকস্ এ পড়তে, কিন্তু আমার বিবিএ তে পড়ার ইচ্ছা ছিল। বিভিন্ন ভাবে বুঝানোর পর বাবা সেটাও মেনে নেন।

এখন যখন আগামি বছর মার্কেটিং সাব্জেক্ট এ মেজর করব বলে ভাবছি(কারন দেখলাম যে ম্যাথমেথিকাল কোন কিছু আমাকে দিয়ে হবে না) যেখানে বাবা বলেছিলেন ফিন্যান্স এ মেজর করার জন্য। হয়তবা তিনি এটাও মেনে নিবেন। কিন্তু মাঝে মধ্যে ভাবি , এখন পর্যন্ত বাবা আমার প্রতিটা ইচ্ছার যেভাবে মুল্য দিয়েছেন, আমি কি পারব বাবার মূল ইচ্ছাকে বাস্তব করতে যেখানে বাবা আমাকে প্রতিষ্টিত দেখতে চেয়েছেন......??? পারব কি উনাকে পাওয়াতে সেই সম্মান যা প্রত্যেক ছেলের বাবা-মার আশা থাকে তাদের ছেলের কাছে ??? পারব কি না জানি না। তবে এতুটুকু জানি যে এমন কিছু করব না যাতে বাবা মার সম্মানের উপর একটুও আঁচড়র পরে। কারন আমি জানি যে তাঁরা আমার জন্য কি রকম কষ্ট করছেন।

সত্যি এরকম বাবা মা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.