ভুলতে আমি পারবো তুমি যেমনি পারো- কষ্ট হবেনা আমার, তুমি যেহেতু কঠিন হতে পারো। আস্তে-ধীরে সব মুছে যাবে, মুছে যাক- স্মৃতির পাতা ছিঁড়ে যাক কী লাভ তাতে, তুমি যেহেতু পারো- আমি কেনো পারবোনা? ভেবে নিবো সব ছিলো ভুল ভুল হতে পারে না---? মানুষ মাত্রই তো ভুল; আর-দশটা ভুলের মতো এটাও হয়তো বা ছিলো- তেমন একটা ভুল। আমিও পারবো---- একটুও কষ্ট হবেনা আমারও যেহেতু তুমি পারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।