জীবনের জন্যই এই সব কথামালা অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেলো আমি জ্যোতিষীদের মতো ভবিষ্যত বলতে পারা শিখে গেছি! প্রশস্ত করা হাতের রেখা দেখে আমি দিব্যি জানিয়ে পারি- একশো একটা অশনি সংকেত; কপালের ভাজ দেখে হাজার বছরের পুরনো বুড়োর মতো জানিয়ে দিতে পারবো হাজারটা দুঃখ অপেক্ষা করছে তোমার জন্য। অতীত স্মৃতিচারণ ও আমি কম জানিনে হাজারটা স্বপ্নভঙ্গের বাণী শুনিয়ে দিতে পারবো অনায়াসে; অনেকগুলো হাসির গল্প শুনাতে পারবো যার পেছনে অসংখ্য দুঃখবোধ আর ব্যর্থতার অনুকণা লুকিয়ে ছিলো । এতো সব অতীত আর ভবিষ্যতের মাঝে আমায় একটা আনন্দের খবর শুনাতে বলো ? দেখবে তখন আমি জ্যোতিষী কিংবা অতীত প্রবক্তা হিসেবে ব্যর্থ; আসলে আমি কি জানো? সুখের নাগাল খুজে না পাওয়া এক দুঃখ রাজ্যের অধিকর্তা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।