ব্লগে অনেকে পাত্রী খোজেন আবার আমার মত পাত্রী খুজে হয়রান হয়ে হতাশার পোষ্ট দেন। আপনার আমার সবার(বিবাহীত লুল) সেই পাত্রী খোজার অবসান হতে যাচ্ছে। দেখুনতো পাত্রী পছন্দ হয় কিনা! (সাবেক স্বামীদের ছবি হাতে লিন্ডা, আপনার ছবিও এ হাতে উঠতে পারে বর্তমান ছবি) (যৈবন কালের ছবি) বুড়ি বলে অনেকে হয়তো মাইন্ড খেয়েছেন, জ্বী না ভাই উনি কারো সাথেই চিট করেন না। এ পর্যন্ত ২৩ বার বিয়ের পড়িতে বসেছেন, সবাই সন্তুষ্ট। এখন পাত্র খুজছেন ২৪ তম বার বিয়ের পিড়িতে বসতে। পাত্রির বায়োডাটা- নাম - লিন্ডা উলফ বয়স-৭০ দেশ- যুক্তরাষ্ট্র বিয়ে -২৩ টি সময়ক্ষেপন না করে চলুন সবাই ঝাপিয়ে পরি এ পাত্রীকে নিজের করে নিতে উনি বেশ রুচিশীল আপনি আবেদন করলেন আর সহজেই পেয়ে যাবেন তা কিন্তু নয় এমন পাত্রী সংকটে আমার মত অনেকেই আনন্দে উদ্বেলিত হবেন নিশ্চয়! বিস্তারিত জানতে View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।