দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
☻শখ ছিল ১০.১১.১২-তে বিয়ে করবো, হইলো না ।
☻পরে ঠিক করলাম ১২.১২.১২-তে করবো, তাও হইলো না ।
☻শেষ ভরসা ১১.১২.১৩ এবং ঘটক পাখি ভাই । উপায় না দেখলে ওখানেই যাবো ।
পাখি ভাইয়ের ওখানে সব পাত্রিই পাওয়া যায়, একটা ঘটনা বলিঃ
আমেরিকা প্রবাসী এক আঙ্কেল ছেলের জন্য মেয়ে পছন্দ করবেন, যোগ্য মেয়েই পাচ্ছেন না! কী আর করা, গেলেন পাখি ভাইয়ের কাছে...
গিয়ে দেখলেন সেখানে আরেক পার্টি ছিল, মেয়ের পক্ষ । মেয়ে নাকি চিল্লাই বলতেছিল, ‘আমি এমন জামাই চাই,
যে চাওয়া মাত্র ব্যাংকক নিয়ে যাবে, অমুক যায়গায়, তমুক যায় নিয়ে যাবে... ইত্যাদি সিত্যাদি’
তো ভাই পাখির কাছে বায়োডাটা দিয়ে রাখবো, ‘আমি আমার বউকে অস্থির রকম ভালবাসবো। চাওয়া মাত্র বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণে নিয়ে যাবো। চিড়িয়াখানা, মাওয়াঘাট... বাংলাদেশের সব দর্শনীয় স্পটে আমি ওকে যখনতখন নিয়ে যেতে পারবো আশা রাখি, বাকিটা উপরওয়ালা, আর বউয়ের ইচ্ছা। ’
যে কোন মূল্যেই হোক, ১১.১২.১৩-এ পাত্রী চাইই চাই ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।