আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
আমেরিকা প্রবাসী পাত্রের
চাই যে দেশি মেয়ে
বিয়ের পরই যাবে নাকি
আমেরিকায় নিয়ে ।
লম্বা, ফরসা, স্লিম আর
সুন্দরী, গুনবতী
শিক্ষিতা, ধার্মিক, নম্রভদ্র
বিনয়ী, বুদ্ধিমতী ।
ভাবসাবআলা পরিবার আর
চাই বনেদী বংশ
মেয়ের বাবার গাড়ী, বাড়ী
হবে সে সোনার হংস।
বিয়েতো না জীবন ব্যাবসা
ভাল চাই সবকিছু
রাজকন্যার সাথে রাজত্বটা
আসুকনা পিছুপিছু।
ছেলে কি করে? দেখতে কেমন?
এটা নয় তেমন গণ্য
কত মেয়ের বাবা দাঁড়িয়ে আছে
বিয়েটা দেবার জন্য ।
গ্রীণ কার্ড যে ট্রাম কার্ড
তাতেই কিস্তি মাত
দেখে না কেউ লেখাপড়া আর
চাকরী, জাত পাত।
সিটিজেন পাত্র হলেই ভাবে
বিয়ের বাজারে সেরা
সোনার আংটি বাঁকা হলেও
বাজার দরটি চড়া ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।