নাজমুল ইসলাম মকবুল এহছানুল হক মিলন অবশেষে জামিনে মুক্ত অবশেষে গতকাল বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ১ বছর ২ মাস ২১ দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কারাগার থেকে বেরিয়ে শহরতলির একটি হোটেলে সাময়িক যাত্রাবিরতী দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকার উদ্দেশে কুমিল্লা ত্যাগ করেন। ২০১০ সালের ১৪ মার্চ চাঁদপুরের আদালতে একটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করলে মিলনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। ২০০৮ সালের ২৬ এপ্রিল থেকে এ যাবত তার বিরুদ্ধে সম্পদের তথ্য সঠিক সময়ে জমা না দেয়া, হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারধর, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, স্বর্ণের নেকলেছ, মোবাইল, গরু চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা দায়ের করা হয়। ওই ২৪ মামলায়ই তিনি জামিন লাভসহ নতুন কোনো মামলায় পুনরায় তাকে গ্রেফতার দেখানো যাবে না হাইকোর্টের এমন আদেশ নিয়ে গত দু’দিন যাবত মিলন পত্নী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কন্যা তানজিদা নাহার হক, আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা জেল গেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল বিকাল সাড়ে ৩টায় মিলন কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জেলা যুবদল সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দলীয় নেতারা জেল গেটে তাকে স্বাগত জানান। এ ব্যাপারে মিলন পত্নী বেবী জানান, জেল কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই বাছাই ও সরকারের হাইকমান্ডের নির্দেশের অজুহাতে হাইকোর্টের আদেশ অমান্য করে শনিবার তাকে জামিনে মুক্তি না দিয়ে নতুন আরও ২টি মামলায় গ্রেফতার দেখানোর চেষ্টা করেছিল। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অভিযোগে মিলনকে ২ ডজনাধিক মামলায় জড়িত করা হচ্ছে বলেও মিলন পত্নী দাবি করেন। সুত্র: আমার দেশ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।