মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি প্রিয় ব্লগার ভাইয়েরা বিপদে আছি। প্রতিদিন কোন না কোন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্লাস লেকচার ডাইনলোড না করে ঘুমুতে পারি না। ইউটিউব থেকে ফাইল নামানোয় আইডিএমের তুলনা নেই। এটি রিজিউম সাপোর্ট করে। আমার ল্যাপটপে রেজিস্টার্ড ভার্সন আইডিএম ৫.১৬ আছে কিন্তু ব্যাক-আপ নেই।
সমস্যা হলো বাড়ির নতুন কম্পিউটারটিতে আমি আইডিএম ট্রায়াল ভার্সন দিয়ে কিছুদিন কাজ চালাতে পারলেও কয়েকদিন হলো তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ।
এমতাবস্থায় ইন্টারনেট ডাইনলোড ম্যানেজার (আইডিএম) -এর রেজিস্টার্ড ভার্সন ছাড়া আমি অসহায় হয়ে পড়ব। সুতরাং যাদের কাছে এর রেজিস্টার্ড ভার্সন-এর লিংক বা তথ্য আছে তারা প্লিজ হেল্পান।
নিচের লিংক থেকে ৫.১৮ নামিয়ে অসংখ্যবার সেট-আপ দিয়েছি কিন্তু ওকে করতে পারছি না। আমি প্যাচ ওকে করতে পারছি না।
প্যাচ কিভাবে চালু করলে এটি সঠিকভাবে কাজ করবে তাও বুঝতে পারছি না। আবার নিচের লিংকের আইডিএম সঠিক কি না তাও বা কিভাবে বুঝব? ফায়ারফক্স বলছে এটিতে আইডিএম ডিজেবলড হয়ে যাচ্ছে। এখন এই সমস্যার কি কোন সমাধান টেকি ভাইয়েরা দিতে পারবেন?
রেজিস্টার্ড ভার্সন আইডিএম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।