নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে যত সুখ আমার বিশ্বাস।
কথাটা আমার জন্য সত্য।
যখন University-তে ছিলাম, সেশন জটে পড়ে ভাবতাম, কবে যে পাশ করে বের হব......!
পাশ করার পর ভাবতাম, কোনরকম ১টা চাকরি পাইলেই হল। চাকরি পাওয়ার পর দেখলাম আমার চেয়ে তো ১তা CNG driver-এর income বেশি। তাইলে এত কষ্ট করে engineering পাশ করে লাভ কি হইল......!
কিছু experience হওয়ার পর CNG driver-এর সমান বেতনের চাকরি পেলাম।
বছর বছর বেতন বাড়তে লাগলো। কিন্তু মূল্যস্ফীতির পেছনেই পড়ে রইলাম। তাই আমার অবস্থার কোন পরিবর্তন হল না।
তারপর আমি ভাবলাম, বিদেশ গেলেই মুক্তি......!
বিদেশ আসিয়া কিছুদিন রঙ্গ দেখিয়া আমার মোহ ভঙ্গ হইল।
এখন দিনারাত আমার মনে ১টাই গান বাজে......... সেটা হল, “আমি অপার হয়ে বসে আছি.........ওহে দয়াময়........., পারে লয়ে যাও আমায়............”
কিন্তু পারের কোন দেখা পাওয়া যাচ্ছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।