আমাদের কথা খুঁজে নিন

   

নদীর কথা মনে পড়ে

আহসান জামান

এই বিকেলের নিভু আলোয় কে ডেকে যায়, একেলা বিভোর; সে যেনো এক করুণসুরে স্মৃতির দুপুর তাড়িয়ে আনে বুকের কাছে খুব নিরবে পাখি আমার। বনবাগানে পাখপাখালি গাছগাছালির আনাচ কানাচ - সব জগতে ডাক পড়ে যায়; একেলা বিভোর। মেঠোপথে পুকুর ঘাটে কোমল কথার সুর ভেসে যায় কে ডেকে যায়, একেলা বিভোর। ঢেউ কাঁপানো নৌকো আমার দুলছে ভীষণ ঝড় উঠেছে; কে ডেকে যায়, একেলা বিভোর। তুমুল দোলে এই পরানে বেজে ওঠে নদীর কথা; শঙ্খ বাজে দূর পাড়াগাঁয় আমার ঘরে অন্ধকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.