প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে
আকাশের যত কথা, নদীটিকে বলেছিলো
নদীর গল্পেরা, ঢেউয়ে ঢেউয়ে তীরে এসে ভীড়েছিলো
তীরে জমা গল্পেরা উঠে এসে এ শহরে
কালো ধোঁয়া কোলাহলে ধুঁকে ধুঁকে কেঁদে মরে।।
নদীর গন্ধ আমার দেহের আনাচ কানাচ জুড়ে
যায়নি আজো এই শহরের ধোঁয়ায়-রোদে পুড়ে
পুড়ছে আকাশ পুড়ছি আমি পুড়ছো কি আর কেহ?
ভরছে নদী, মরছে নদী, শুকায় নদীর দেহ।।
নদীর প্রান্ত জুড়ে কত কত সভ্যতা ভুলে কি যাবে তার দান?
নদী থেকে উঠে আসা নাগরিক এই আমি গেয়ে যাই নদীদের গান
নদীর কাহিনী মানে দেশে দেশে বিচিত্র মানুষের কথা ও কাহিনী
নদীকে ঘিড়ে আদি মানুষের ইতিহাস ঢেউয়ে ঢেউয়ে করে কানাকানি
নদীমাতৃক দেশে নদীই আমার মা আমরা নদীর সন্তান
নদীরা বেচেঁ থাক বাচুঁক নদীর জল গেয়ে যাই নদীদের গান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।