আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো ঘুড়ি - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (১)

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে ভালবাসি তার "ভাল আছি ভাল থেক" এই লেখাটির জন্য। পরে তার কবিতাগুলো পড়ার সুযোগ পেয়ে তার প্রতি ভাললাগা আরো বেড়ে যায়। উল্টো ঘুড়ি এতো সহজেই ভালবেসে ফেলি কেন ! বুঝি না আমার রক্তে কি আছে নেশা - দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত? সহজেই আমি ভালবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু - না- বলা কথায় তন্ত্রে ,তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালবেসে ফেলি সহজে থাকিনা কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধ'রে আমি শুধু যাই দূরে। আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা- চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে এত সহজেই ভালবেসে ফ্যালো কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।