আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬০

স্থানীয় সময় বুধবার বিকালে এ ঘটনায় আরো অন্তত ১৩১ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ থেকে ফেরোলে যাওয়ার পথে উত্তর স্পেনের শহর সান্তিয়াগো দে কমপোস্তেলায় ট্রেনটির ১৩টি বগির সবগুলোই লাইন ছেড়ে বেরিয়ে আসে এবং উল্টে যায়।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া বগির নিচে অনেকেই চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন।
 
বিবিসি জানিয়েছে, আঞ্চলিক সরকারের প্রধান আলবার্তো নুনেজ ফিজো স্থানীয় একটি রেডিওকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী রিকার্দো মন্টেসকো স্থানীয় একটি রেডিওকে বলেন, “ট্রেন খুব দ্রুত যাচ্ছিল। মনে হলো একটা বাঁক নেয়ার সময় ট্রেন ঝুলতে শুরু করলো এবং বগিগুলো একটার ওপর আরেকটা পড়ে জট পাকিয়ে গেল।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত রেল কোম্পানির ওই ট্রেনে ১৩টি বগিতে মোট ২৪৭ জন যাত্রী ছিলেন। গত চার দশকের মধ্যে এটিই স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।