আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বুধবার রাতে বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।
সকালে শহর থেকে অভ্যন্তরীণ বা দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।  
শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “কারণে-অকারণে পুলিশ বাস আটকে শ্রমিকদের হয়রানি করে। কখনো মোটা অংকের চাঁদা দাবি করে। এর প্রতিবাদে আমরা ধর্মঘটে গিয়েছি।


এর আগে বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর পুলিশ বাসটি আটক করে নিয়ে যায়।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের দাবি, ট্রাকের অসাবধাণতার কারণে ওই দুর্ঘটনা ঘটলেও পুলিশ বাস মালিককে হয়রানি করছে।
এ ঘটনার পর বিকাল সাড়ে ৩টায় দিকেই বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। মালিক সমিতির পক্ষ থেকেও তাদের সমর্থন দেয়া হয়।


পরে রাতে সব রুটে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
হয়রানি বন্ধে পুলিশের পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।