কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... খালেদা জিয়াকে পুর্বাঞ্চলের তত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমাঞ্চলের তত্বাবধায়ক সরকারের প্রধানের রুপরেখা নিয়ে অবশেষে সরকার ও বিরুধীদলের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রধান বিরুধী দলীয় নেত্রী হরতাল প্রত্যাহার করে নিয়েছেন।
বিশেষ ব্যাবস্থায় আগামী নির্বাচন হতে যাচ্ছে এক নজীর বিহীন দলীয় সরকারে অধীনে । সারা পৃথিবী থেকে হাজার খানের পরিদর্শক বাংলাদেশের দু দলীয় নির্বাচন দেখবেন। যে সব চেয়ে বেশী নিরপেক্ষতার প্রমান দিবেন তাকেই আগামী নির্বাচনে আগামী ৫ বছরের জন্যে লুঠ ও অবাধ বাণিজ্য করার সুযোগ দিবে জনগণ। মনে রাখবেন ৫ বছরের লুট এবং বাণিজ্য করার সুযোগ দিলেও এইবারই প্রথম দুদল থেকেই অবাধ নিরেপেক্ষ নির্বাচন বাঙ্গালী জাতীর জন্য খুবই দৃর্ভাগ্য জনক কারন ।
এই বার কোন সুযোগ সন্ধানীব্যাক্তি বর্গের কারনে রাজপথে প্রান নাশ না হওয়ায়, এইবার প্রধান বিরুধীদলীয় নেত্রী হরতাল না করে তার জনপ্রিয়তা বাড়ীয়ে নিয়েছেন। এবং বেশ বেগ পেতে হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কে। কারন তার এই হরতাল না করার ত্যাগ, মানূষ কিছুতেই ভুলে যেতে পারছেনা। তিনি মানূষের অন্তরে স্থান করে নিয়েছেন। তাই আগামী নির্বাচনে দলীয় নির্বাচনের অধীনে নির্বাচন করেও বি এন পি ১৮৯ টি আসন পেতে পারে।
যা যুগান্তকারী ।
হরতাল প্রত্যাহার করায় তাকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।