তিথি তাকিয়ে দেখনা, ছুঁয়ে দাওনা সাজান কথার ভাঁজে লুকানো একরাশ ঘৃণা। নিজেকে আড়াল কর? তারপরও জানতে চাই জানাতে চাই.... অর্থপূর্ণ কথাগুলো তোমাতে যেয়ে কেমন অর্থহীন হয়ে যায়! নীরবতায় আঘাত কর ক্ষত বিক্ষত মন। ভালইতো বেসেছিলে তাইনা? তবু কেমন করে পার তুমি.. এ-ইতো এই সেই জীবন। অপরাধ বোধ আমার দেয়নি নাড়া তোমায়, বল তবে তোমায় চাওয়া কি খুব দোষের ছিল আমার? স্তব্দ্ধ আমি দাড়িয়ে থাকি অপেক্ষায় থাকি... ফিরবে তুমি এই বিশ্বাসে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।