বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামী মহীউদ্দীন এই মুহুত্তের্্ব ফিরে আসছে না। এক সপ্তাহের জন্য তার আসা বিলম্বিত করা হয়েছে। খবরটা সন্ধ্যা থেকেই সাংবাদিক বন্ধুদের মুখে মুখে। কিন্তু রাতের বেলা যখন বন্ধুর ফোনটা পেলাম তখন বুঝলাম, বিষয়টা একটু জটিলতার দিকে পা এগোচ্ছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান Dana Rohrabacher হোমল্যান্ড সিকিউরিটিকে অনুরোধ করে এই হত্যাকারীর আসা বিলম্বিত করেছেন।
বাংলাদেশে গভীর রাত। এরকম রাতেই বঙ্গবন্ধুর হত্যাকারীরা বেরিয়েছিলেন তাদের নৃশংস সামরিক অভিযানে। কিন্তু মার্কিন রাজ্যের ক্যালিফোর্নিয়াতে এখন দুপোর বেলা। সেখানকার আলোকিত মানুষরা কি তাদের এলাকার কংগ্রেসম্যান ও সিনেটরদেরকে দু'কলম লিখে জানাবেন যে কি ভীষণ অন্যায় হচ্ছে যখন মহীউদ্দীনকে দেশে ফেরানো বিলম্বিত করা হচ্ছে। তারা কি পাঠিয়ে দিবেন তাদের প্রতিনিধিদের কাছে সেই কালো রাতের হত্যার ছবিটি।
দলিলটি। জাতির জনককে ভালবাসতে হলে আওয়ামী লীগের সদস্য হতে হয় না। যারাই মহীউদ্দীনকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ার সামনে দাঁড় করাবে তারাই হবে সত্যিকারের সাহসী মানুষ। বিবেকের সামনে নির্বিকার থাকার মতো অপরাধ কি আর কিছু আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।