আমাদের কথা খুঁজে নিন

   

বুড়িগগ্ঙা থেকে সাংহাই নদী

kamrul hasan মানুষের চোখে অপলক দৃষ্টি আমাদের বুড়িগগ্ঙা ,আশীর্বাদ নাকি অভীশাপ ? প্রচলিত ধারনা হল, কোন শহরের ভেতর দিয়ে যদি নদী প্রবাহমান হয় তবে এটা শহরটির জন্য আশীর্বাদ । কিন্তু আমাদের বেলায় বুড়িগগ্ঙা এমন ধারনার মাঝে কি বিচরন করছে ? কেন করছেনা ? খেন এমন হল ? সাংহাই নদীটি আমাদের বুড়িগগ্ঙার মত সাংহাই শহরের বুকের মাঝদিয়ে প্র্রবাহমান । সাম্প্রতি ব্যক্তিগত কাজে সাংহাই,চায়না গিয়েছিলাম। ওখানে গিয়ে এমন অনেক প্রশ্ন মনে ঘুর পাক খেয়েছে । ছবি গুলো দেখুন , হয়তো আপনার মনেও অনেক প্রশ্ন ও উত্তর আসবে । নদীর বুকে এমন বোট ,পর্যটক নিয়ে ভেসে বেড়ায় রাতের আধার কে জয় করে । নদীর তীর ঘেসে এমন সব বড় বড় বিল্ডিং , শর্ত সাপেক্ষে লিজ দেয়া হয়েছে বড় বড় কোম্পানিকে ।ওরাই নদীর সুন্দর্য বাড়িয়েছে। আমিও দাড়িয়ে দেখেছি অপলক দৃষ্টিতে রাতের শহরের আলো ঝলমলে পথ আলো ঝলমলে পথ -মানুষ আর নদীর জল রাতের শহরের আলো ঝলমলে বিল্ডিং আলো ঝলমলে নদীর জল  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.