আমাদের কথা খুঁজে নিন

   

নিমতলীর কালোরাত্রির বর্ষপূর্তিতে শ্রদ্ধা এবং কিছু উত্তর না পাওয়া প্রশ্ন

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। আজ নিমতলীর সেই ভয়াবহ দুঃখভারাক্রান্ত কালোরাত্রি। ১বছর আগে নিমতলীতে যে রাত আলোকিত হওয়ার কথা ছিল একটা সুন্দর স্বপ্নের সূচনা দিয়ে বিয়ের মাধ্যমে; সেই রাত হয়ে গিয়েছিল সমগ্র দেশের জন্য দুস্বপ্ন। ছোট ছোট আদরের বাচ্চাগুলোর মৃতদেহ টিভিতে দেখে অনেক কেদেঁছিলাম সেই রাতে। বাচ্চাগুলোর গায়ে আগুনের একটু আঁচও লাগেনি; মাকে আকড়ে ধরার মতো করে ছিল হাতগুলো।

দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। মনে হয়েছিল এই দেখার জন্য কি বেঁচে আছি??????? বৃহস্পতিবার রাত মানেই একটা ছুটি ছুটি ভাব থাকে, সবার মনেই থাকে ফূর্তি ফূর্তিভাব। কিন্তু, সেই বৃহস্পতিবার রাতে কেদেঁছিল সবাই। হয়তো কারো স্বজন ছিলনা তারা কিন্তু তাদের অসহায় মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছিল মুহূর্তের মধ্যে। আমরা দেখলাম প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়।

মুহূর্তের মধ্যে নাই হয়ে গেলো শতাধিক মানুষ। কিন্তু, আমরা কতটা সচেতন হলাম এই ঘটনা থেকে। #আমাদের ফায়ার ব্রিগেডকে কতটা আধুনিকায়ন করতে পারলাম??? #আমরা কয়টা বার্ন ইউনিট খুললাম আমাদের সরকারী হাসপাতালগুলোতে???? ঢাকার সবগুলো মেডিকেল কলেজেও নেই বার্ন ইউনিট। #আর সেই দাহ্য পদার্থের কারখানা স্থাপনের নীতিমালা ও এর প্রয়োগই বা কোথায়????? এই প্রশ্ন রেখেই সেইসব বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।