গতকাল ছিল আমাদের রোজ কেয়ামত...............মানে term change xm এর ফলফলাদি ঘোষনা।
সেদিনও স্বাভাবিকভাবেই দিনটা শুরু হয়েছিল!!!!!!!!!!!!
প্রতিদিনের মত সেদিনও সুয্যি মামা পূর্ব দিকেই উঠেছিল...............!!!!!!!!!!!!!!
রুটিন মোতাবেক আম্মুজানও ভোর ১০ টার সময় ৫০০ Hz বিশিষ্ট ঝাড়ি মেরে আরামের ঘুমটা হারাম করে দিয়েছিল..................!!!!!!!!!!!!
সেদিনও আমরা গাইল দিয়ে রুটি খেয়েই কলেজে গেছিলাম...............!!!!!!!!!!!!
সেদিনও রাস্তাতে গাড়ি ঘোড়া চলছিল (ঘোড়া চলছিল কিনা ঠিক sure না)...............!!!!!!!!!!!!
সেদিনও আমাদের বগা ভাই জয়নাল মামার দোকানে বাকিতে চা খাচ্ছিল............!!!!!!!!!!!!!
সবকিছু দেখে কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছিল...............লোকজনকে খুব normal মনে হচ্ছিল।
আসলে লোকজন তো normal ই থাকবে, ওরা তো আর রাজশাহী কলেজে পড়েনা,ওরা আর কি বুঝবে কিছুক্ষনের মধ্যে কি হতে যাচ্ছে..................
শুধু আমরা কয়েকজনই বুঝছিলাম কিছুক্ষনের মধ্যেই শুরু হবে গজব............আর সেইটার প্রধান অংশীদার ও most probably আমরাই হতে যাচ্ছি!!!!!!!!!!!!
৩ জনের চেহারা ভয়ে ভুতের মত হয়ে আছে। আমরা সাধারনত ভয় টয় তেমন পাই না (মাকড়শা,তলাপোকা,ভাল ছাত্র বাদে)। কিন্তু এবার ভয় পাবার সামান্যই কিছু কারন আছে।
কারন সমুহ নিম্নে দেওয়া হলঃ
১ ভাইস প্রিন্সিপালের এর গতদিনের ভাষ্য......... “তোমাদের ৩০০ জনের মধ্যে মাত্র ১২০ টা a+ মানে?????? তোমরা পেয়েছটা কি????? এবার যারা a+ পায়নি তাদের extra class নেওয়া হবে আর যারা ফেইল করবে তাদের guardian ডেকে সুন্দর ভাবে tc দেওয়া হবে। “
২ আব্বাদের ভাষ্য............ “এইবার পাস করতে না পারলে সামনে যেয়ে হাতের ডানদিকে দরজা আছে,বাইর হয়ে যাবা। আর দুপুরের খাবারটা খেয়ে যাবা..................কতদিন খেতে পাবা না পাবা তার তো ঠিক নাই”
৩ পরীক্ষা কারো বিশেষ সুবিধার হয়নি। স্যার গুলা বউদের সাথে ঝগড়া করে না আসলে মনে হয় পাস হলেও হতে পারে।
৪ প্র্যাক্টিক্যাল ল্যাব থেকে সুন্দর ভাবে বিতাড়িত হয়েছিলাম।
অতিরিক্ত ভদ্রতা ও বিনয় দেখানোর ফলে। নাম্বার যোগ হওয়ার প্রশ্নই নাইক্কা।
৫ মাইয়াগুলার পার্টে মনে হয় আর রাস্তা দিয়ে হাঁটা যাবে না।
যাই হক, প্রভৃতি উচ্চস্তরের সমস্যা নিয়ে যখন রেজাল্ট নিতে আগাচ্ছি..................এ সময় রবিনভাই এর সাথে দেখা...............এর মত পেইন মনে হয় দুনিয়ায় ২ খান পয়দা হয় নাই। by chance আজকে গোল্ডেন পেয়ে গেলেও এমন একখান ভাব করবে যেন ৬ subject এ ফেইল মারসে।
“দোস্ত, খবর কি??????????”
“(টুদির ভাই) ভাল রে, তোর কি অবস্থা?????”
“আর বলিস না,আর একটু নম্বর দিলেই সবগুলাতে ৯০+ হয়ে যেত”
আমরা অনীককে অনেক কষ্টে ধরে রাখলাম। আর একটু হলে মেরেই বস্ত। যাই হোক কোন রকমে রেজাল্ট নিতে হল রুমে গেলাম।
ঢুকে সামান্য চিন্তায় পরলাম। এইহানে কি রেজাল্ট দিবে না কোন নেতার মৃত্যুবার্ষিকী পালন হবে!!!!!!!!
প্রধান অতিথি জেলা মেয়র,বিশেষ অতিথি সংসদ সদস্য !!!!!!!!!!!!!!!
ভাই,কি জামানা আইয়া পরল????????????এভাবে সবার সামনে ইজ্জত লুণ্ঠন???????? একটা পোলা ৩ টার্মে ফেইল মারতেই পারে............তার জন্য এত আয়োজন করে বাঁশ দেওয়া লাগবে?????????
কপালডা মামা পুরাই ডার্কার দ্যান ব্ল্যাক!!!!!!!!!!!:”(
টোটাল ১২০ খান a+ দের একখান করে ক্রেস্ট আর একডা করে রজনীগন্ধার স্টিক দিয়ে অপমান(!!!!!!!!!) করা হল..................এইবার মেয়রের চেয়েও বড় পাবলিকদের সম্মান দেওয়ার পালা!!!!!!!!!!!
কিন্তু পরে ঘোষণা দেওয়া হল যে বাকিদের রেজাল্ট বাইরে দেওয়া হয়েছে।
যাক,হাঁফ ছাইড়া বাঁচলাম। ৩ টার্মে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আর ২ টার্মে ফেইল মারার জন্য আমারে guardian নিয়ে আসা লাগসিলো।
এইবার মনে হয় সবার সামনেই কান ধরে দাঁড় করায়ে রাখত। যাই হোক সম্মান থেকে বেঁচে আমরা আস্তে আস্তে রেজাল্ট নিতে আগাইলাম।
রেজাল্ট দেখে আমরা সোজা বাংলায় বলতে গেলে “kingকর্তব্যবিমূঢ় হইয়া গেলাম”
সব্বাই পাস করেছি!!!!!!!!!!!!!!!
শুধু তাই না............।
। সব্বাই 4 এর ওপর পাইসি!!!!!!!!!!!!!
Wtf!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মান সম্মান সব গেল...............৩ বার ফেইল মারলে গোটা রাজশাহী আমারে এক নামে চিনত...............হেইডা আর হইল কই...........
বায়া!!!!!!!!!!!!
যাই হক,2nd year এ উঠতে পারব এই সামান্য খুশিতে এত্ত বড় দুঃখটা কোনওরকমে চাপা দিয়ে রাখলাম। সবাই মিলে সামান্য monkey dancing হইল। কিন্তু আরারে দেইখা মন খারাপ হয়ে গেল।
এত্ত কেউ কান্দে?????????ফেইল মানুষ করতেই পারে............আমি গত ২ বারেই আমার প্রতিভার বিকাশ ঘটিয়ে ফেইল করসিলাম।
কে যেন আরাফাত রে থামাইতে গেল...............
একটু পর যা শুনলাম তাতে মনে হল আরাফাত হারামজাদারে মাইরা মাইকেল জ্যাকসন বানায়ে দিই..................।
হারামজাদা ৩ marks এর জন্য a+ না পেয়ে star plus এর ৫ বার বিবাহিত মাইয়াগুলার মত কান্দতেসে!!!!!!!!!!!!
সামান্য মাইরের পর পোলার কান্না থামল।
এরপর স্যারদের কাছে সামান্য সম্মানপ্রাপ্ত হয়ে বাসায় আসলাম।
বাসায় সেরকম পার্ট লিয়ে ঢুকলাম। ২ বার ফেইল এর পর 4………………!!!!!!!!!!!পার্ট না নিলে তো অন্যায় করা হয়।
কিন্তু হায়রে পার্ট !!!!!!!!!!!!!!!!!
ফেইল করলেও মনে হয় এত্ত গাইল খেতাম না। তার সাথে আবার additional বাঁশ হইল ২ খান tutor। বাঁশ হইতে বাঁচিতে বাঁচিতেও বাঁশ খাইয়া গেলাম।
দুনিয়াডাই খারাপ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:@:@
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।