আমাদের কথা খুঁজে নিন

   

বিনুদুনঃ সাংসদ রনিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের মামলায় গ্রেপ্তার সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান এ নির্দেশ দেন। রনির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানিতে আসামি পক্ষে অ্যাডভোকেট কবির হোসেন ও বাদী পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান অংশ নেন।

এর আগে বেলা ১২টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) হাকিমের আদালতে নেয়া হয়। শুনানির সময় রনিকে আদালতে হাজির করা হয়নি। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

দুপুর ২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুর ১২টার দিকে রনির জামিন বাতিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। রনির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোটেকট কবির হোসেন ও আব্দুল্লাহ আল মনসুর। বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আজিজুর রহমান শাহসহ অন্য আইনজীবীরা। http://www.nowbdnews.com/2013/07/25/201284.htm  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.