মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামার গোপন অবস্থান সম্পর্কে পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কেউ অবগত ছিলেন না বলে মন্তব্য করেছেন। শুক্রবার পাকিস্তানের এক আকস্মিক সফরকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানে অ্যাবোটাবাদে ওসামার লুকিয়ে থাকার সাথে পাকিস্তান সরকারের কোন হাত নেই। তাছাড়া এ বিষয়ে মার্কিনিদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণও পাওয়া যায়নি। এ বিষয়ে পাকিস্তান সরকারও ইতিমধ্যে তার অবস্থান পরিষ্কার করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তানে লাদেন নিহত হওয়ার পর যদিও দু'দেশের সম্পর্কে টানাপোড়ন চলছিল কিন্তু তালেবান এবং আলকায়দা মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরও উভয় দেশের জন্য আলকায়দা এখনও হুমকিস্বরূপ। তাই পাক-মার্কিন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এ ঘোষণা দেয়ার একদিন পরই হিলারি ইসলামাবাদে এ সফর করেন। হিলারি ক্লিনটন পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাতে পাক-মার্কিন সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন।
পাকিস্তানে হিলারির এটি তৃতীয় সফর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।