আমাদের কথা খুঁজে নিন

   

এরপরেও কি বলবেন দেশ রসাতলে যেতে বাকি আছে???

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ রাজশাহীতে বিদ্যালয় ছুটি থাকা অবস্থায় প্রধান শিক্ষক ডেকে নেওয়ার পর নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছেন। শিক্ষকের অশালীন আচরণের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে মতের ছোট ভাই। বুধবার তানোর উপজেলার জুড়ানপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানোর চান্দুড়িয়া আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সঞ্জিদা (১৪)। তার আত্মহত্যার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান পলাতক রয়েছেন।

সঞ্জিদা জুড়ানপুর গ্রামের প্রয়াত বয়েন উদ্দীনের মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলে গ্রীষ্মকালীন ছুটি থাকায় প্রধান শিক্ষক মোখলেসুর রহমান উপবৃত্তির ফরম পূরণের কথা বলে সঞ্জিদাকে স্কুলে ডেকে পাঠান। সাঞ্জিদা বেলা ১২টার দিকে ছোটভাইকে নিয়ে স্কুলে যায়। এরপর ওই শিক্ষক সঞ্জিদাকে তার অফিস কক্ষে নিয়ে যান। একঘণ্টা পর তিনি অফিস কক্ষ থেকে বের হন।

এ সময় তার ছোটভাইকে স্কুলের মাঠে একটি গাছতলায় বসিয়ে রাখেন তিনি। পরে ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরে সঞ্জিদা আত্মহত্যা করেন। সঞ্জিদার ছোটভাই একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বানী সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে, শিক্ষক মোখলেসুর রহমান তার বোনের সঙ্গে অশালীন আচরণ করেছেন। তানোর থানার ওসি আজিজুল হক বলেন, লাশ থানায় আনা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২৩২ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.