খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... প্রভাতে ফিরি হাসান কামরুল নীল আকাশে তারারাও কাঁদে কেবল সূর্য হাসে সবুজ ঘাসে চাঁদের আলো পড়ছে খসে নদীর জলে লাগছে দোলা ঢেউয়ের মাঝে সন্ধ্যা কিংবা রাতে ফুটুক ফুল সকলেই আজ এই প্রভাতে। নির্বাসন হাসান কামরুল অধিকার ছাড়িয়া দিলাম বলেই তো আজ তোমার উপর আমার আর কোন কর্তৃত্ব নেই আমাকেও মুক্ত করেছো, তুমি নিজেও মুক্তি নিয়েছো এমনটিই তো আমরা চেয়েছি এতোগুলো বছর ধরে ! সংসার ভাঙ্গার পিছনে দায় কার? এমন প্রশ্নে তোমাকে বিব্রত করবোনা কোন দিন ছাড়তে চেয়েছো ছেড়ে যেতে পেরেছো এটাই কি যথেষ্ট নয় ! পিছনে ফিরার কি প্রয়োজন যেমন রেখেছো তেমনই আছি যতো দূরেই থাক যেনো রেখো আমি তোমাকেই ভালোবাসি। ইদানিং হাসান কামরুল ইদানিং আমি গভীর রাত অবধি ঘুমাইনা কবিতা লিখিনা, গান গাইনা, এমন কি তোমাকেও ভাবিনা... সেই কবে শেষ হাসি হেসেছি জল ডাঙ্গার মোড়ে তোমার হাত ধরে আমি সব ভুলে গিয়েছি....! ঘৃণিত জীবনের চারিপাশে আজ বেদনার হাহাকার, ব্যর্থতা জানালার ফাঁকে উকি মেরে শুধু আমাকেই দেখে আমি হাত বাড়াই আকাশের দিকে বৃষ্টি ছুঁব বলে কিন্তু বৃষ্টি যে আমারই চোখে!! কলঙ্ক হাসান কামরুল কলঙ্কের ধুলো মেখেছি গায়ে কলঙ্কের ভয় দেখিয়ে কি লাভ বলো? আমি নিজেইতো কলঙ্কের তিলক কেটেছি কপালে কলঙ্কে আমার কিসের ভয় কলঙ্কের মাঝেইতো আমার দিন হয়, রাত হয়! কলঙ্কের মাঝেই ডুবে আছি সব খয়িয়ে কলঙ্ক পেয়েছি, তাইতো ওকে আর ছাড়তে পারিনা আমি আর কলঙ্ক বড্ড মিলাই হিসেবের অঙ্ক কলঙ্ক আমার উত্তর পূর্ব পশ্চিম দিক তুমি বলো আমি অশুদ্ধ আর আমি বলি আমিই ঠিক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।