FB -- nahid.djmc@gmail.com চুন্নী সাহা, রেশমাকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে। সে যথেষ্ট অসুস্থ্য। তাকে বেশ মলিনও দেখাচ্ছে। সে ১৭দিন ছিল বিল্ডিং চাপা। আপনি সাভার এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় যে জায়গাটায় মুখে কাপড় চাপা দিয়ে যান, সেই জায়গায় রেশমা ১৭টা দিন পড়ে ছিল না খেয়ে, লাশের সাথে।
চুন্নী সাহা, টিভিতে দেখাচ্ছে রেশমার যেখানেই ডাক্তার আপারা হাত দিচ্ছেন, ব্যাথায় কুকিয়ে উঠছেন তিনি। তার মানে তিনি ব্যাথাও পাচ্ছেন। আপনি টেনশন নেবেন না চুন্নী সাহা। আফসোস নেবেন না। রেশমা খারাপ আছেন।
যথেষ্ট খারাপ আছেন। তাকে যথেষ্টই ক্লান্ত দেখাচ্ছে। মাঝেমাঝে কাঁদছেনও। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন চুন্নীদি।
আচ্ছা চুন্নীদি আপনে ক্যামনে পারেন? এই সব প্রশ্ন ক্যামনে বাইর হয় আপনার মুখ দিয়ে? আপনেরে দেখতে কিন্তু মানুষ এর মতই দেখায়।
আপনি কি দুনিয়ায় আবির্ভূত হওয়া নতুন জাতের কোন প্রানী যেটা দেখতে প্রায় মানুষ এর মতই??
মাইরি চুন্নী, তুমি মাল এক্টা। তুমারে না দেখলে শালার ডিশের লাইন দেখাই বৃথা হইত এই জনমে।
[দুঃখিত "আপনি" থেকে অতি দ্রুত "তুমি" তে নেমে আসায়। থামলাম। না জানি কখন "তুই" এ নেমে যাই তা না হলে] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।