আমাদের কথা খুঁজে নিন

   

মাইরি বলছি, আমি তখন মাইনাসের জন্য কাঁদিনি

আমি বিলাত থাকি, কামলা খাটি

যখন মডুরা প্লাস-মাইনাস বাদ দিয়েছিলো তখন আমার একটুও খারাপ লাগেনি। কান্না করা তো দূরের কথা। এরপরে যখন নাম বদলিয়ে প্লাস বাটন ফেরত দিয়েছিলো তখনও খারাপ লাগেনি। বরং ভালো লেগেছিলো। রেসিপি পোস্টের নামে আজাইরা কিছু পোস্ট যখন আসা শুরু করেছিলো, মাইরি বলছি তখনও মজা লেগেছিলো।

কিন্তু এরপর যখন রান্নাঘর পরিস্কার করা, ময়লা ফেলা আর বাজার করা নিয়ে পোস্ট আসা শুরু করলো তখন আর পারলামনা। মডুকে দোহাই দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম - মডু; তোর আল্লাহর দোহাই লাগে, আমার প্লাস-মাইনাস ফিরিয়ে দে। মাইরি বলছি তখনও ততটা খারাপ লাগেনি। কিন্তু এখন চিক্কুর দিয়া কান্দি, বুক চাপড়াইয়া কান্দি, গড়াইয়া গড়াইয়া কান্দি। মাইনাস আমার মাইনাস তোরে মডু মাইনাস কইরা আমাগোরে বিধবা বানাইয়া দিসে।

তোরে লইয়া কত্ত সিনেমা হইয়া গেলো, আমি ডায়লগ লেখলাম কিন্তু মডুর পাষাণ মন আর গলে না। আগে লেখা লেইখ্যা ইন্টারেস্ট থাকতো কয়ডা পলাস মাইনাস খাইলাম। এখন আর নাই। লেইখ্যা সুখ পাই না। মজা মইরা গেসে।

ধ্যুত!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।