নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আমার অনেক ইচ্ছে, পুরাতন সবকিছুকে বাদ দিয়ে নিজেকে নতুন করে গড়বো, কিন্তু পারিনা। আমার পিছুটান আমার পিছু ছাড়ে না। আমি যত পালাতে চাই, আমাকে পালাতে দেয়া হয়না। আমি যতই ভাবি আর পিছনে ফিরে তাকাবো না।
সামনের দিকে এগিয়ে যাব, তারপরও নিজের অজান্তে পেছনে ফিরে তাকাই। আর ঠিক তখনই আমি আর সামনে আগাতে পারি না। পুরাতন দিনের স্মৃতিগুলো আমার মাথার উপর বোঝা হয়ে থাকে। আমাকে আগাতে দেয় না। আমার কিছু ভাল লাগে না।
আমি ভাল লাগাতে পারি না। কেন পারি না তা জানি না। অনেকে আমাকে বলেছে সবার সাথে যোগাযোগ বাদ দিতে, মোবাইল নম্বর পরিবর্তন করে ফেলতে। কিন্তু তা কি করে সম্ভব, কারণ তখনতো আমি আর আমার মাঝে থাকবো না। কেউ আমাকে খুজেও পাবেনা, সেটা কি ঠিক হবে।
আমার মনে হয় ঠিক হবে না। সেটা করাও ঠিক না। তাহলে কি করবো। হতাশাগুলো কেমন এমন হয়। কেন সবসময় আমার তারিয়ে বেড়ায়।
কষ্টগুলোকি বোঝেনা, আমি আর সইতে পারি না। আমার আর কষ্ট সইবার মত ক্ষমতা নেই। আমি একদিন ভেঙ্গে পরে যাব।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।