আমাদের কথা খুঁজে নিন

   

অর্জুনের ভয়ংকর থাবায় ছিন্নবিছিন্ন হয়ে গেল শিশু জাকিরের ছোট্ট দেহটি (১৮+, অশ্লীলতা নয়, বীভৎসতার জন্য)

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা আমি ক্লাস ২ তে থাকতে অল্প সল্প পেপার পড়ার চেষ্টা করতাম। আমি মোটামুটি নিশ্চিত যে এইটাই আমার প্রথম পেপার কাটিং। এরপর অনেক বার বাসা চেন্জ করেছি কিন্তু এটা কিভাবে জানি আমার কাছে রয়ে গেছে। আমার একটা পুরনো ভান্গা স্যুটকেস আছে, আজকে সেটা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এটা খুঁজে পেলাম। বড় করে বেশী কিছু লিখতে ইচ্ছা করছে না। দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছিল। তখনো প্রথম আলো বের হওয়া শুরু হয়নি। অফ টপিক: সামুতে আমি প্রায় সব টাইপের পোস্ট দিয়েছি: টেকি, মুভি রিভিউ, ফটো ব্লগ, ব্লগ শেলফ, হেল্প, ভ্রমণ, গল্প(আত্মজীবনী,রম্য,অনুবাদ আর ভাল টেকি বাকি, ওগুলোও চলে আসবে), কিন্তু রাইসুল জুহালার স্ম্বতিচারনমূলক পোস্ট গুলো দেখে ভাবতাম এগুলোতো আমার পক্ষে দেয়া সম্ভব না । অবশেষে সেই টাইপের একটাও দিয়ে দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।