আমাদের কথা খুঁজে নিন

   

অর্জুনের প্রতি



তোমার তীর, অর্জুন, আজো পৃথিবীর সব চুক্তিপত্র, নেমে-আসা দেবীদের নগ্ন-ঝাঁক, বর্ষার গান আর অশান্তির বাতাস ভেদ করে ছুটে চলেছে। ক্রমাগত এক পাগলা হাতির শুঁড় নৈরঞ্জনা নদীতে চুবিয়ে পূর্ণ করে তারপর ছুড়ে দিচ্ছে ঊর্ধে বসানো ঐ অচিহ্নিত আসনের দিকে। তোমার তীর, এইমাত্র সেই ফোয়ারাকে তার রামধনু সমেত ভেদ করে গেল। পৃথিবীকে ফুঁড়ে, চিরনক্ষত্রের পাশে থেমে যাবার আগে, অর্জুন, তোমার লক্ষ্যভেদের তালিকায়, আমারও দু-একটা সামান্য বিষাদ যোগ করার ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।